ডেক্স রিপোর্ট ::
কক্সবাজার জেলার ৪ টি সংসদীয় আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের টিকেটে যারা নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পেয়েছেন তারা হলেন, কক্সবাজার-১ (চকরিয়া- পেকুয়া) আসনে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ সিআইপি, কক্সবাজার-২ (মহেশখালী- কুতুবদিয়া) আসনে বর্তমান এমপি আশেকউল্লাহ রফিক, কক্সবাজার-৩ (রামু – কক্সবাজার) সদর আসনে বর্তমান এমপি সাইমুম সরওয়ার কমলও কক্সবাজার-৪ (উখিয়া – টেকনাফ) সংসদীয় আসনে সাবেক এমপি আব্দুর রহমান “বদি” সহধর্মিনী বর্তমান এমপি শাহিন আক্তার বদি কে মনোনয়ন দিয়েছে দলীয় হাইকমান্ড।
এক্ষেত্রে বিএনপি বা প্রতিদ্বন্ধি রাজনৈতিক দলের কোন প্রার্থী নাথাকায় এবারও বিনা প্রতিদ্বন্ধিতায় অধিকাংশ প্রার্থী বিজয় লাভ করবে বলে সংসদীয় আসন গুলোর সূত্রে নিশ্চিত করেছেন।
তবে বিরোধী দল নির্বাচন করলে প্রার্থী ও সমর্থক দের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করত বলে সংশ্লিষ্ট ওাকিফহাল মহল মনে করেছেন। এদিকে কক্সবসজার-৪ আসনে শাহিনা আক্তার বদি দ্বিতীয় বারের দলে মনোনয়ন পাওয়ায় টেকনাফ উপজেলা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করছে ও বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করছে। কক্সবাজার -১ চকরিয়া – পেকুয়া আসনে এবার দলের মনোনয়নে পরিবর্তন এনে রার্নিং এমপি জাফর আলম কে বাদ দিয়ে সালাহউদ্দিন আহমেদ সিআইপি কে মনোনয়ন দিয়ে আওয়ামীলীগ নতুন দিগন্তের সুচনা করেছেন। এতে করে দীর্ঘদিন পরে হলেও সিআইপি সালাহ উদ্দিনের শেষ বয়সে হলেও মনের আশা পুরণ হতে চলেছ।
##এমএসএ##